হাজারীবাগ থেকে নিখোঁজ, ভাটারায় লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ থেকে নিখোঁজের চার দিন পর ভাটারার পূর্ব সাঈদ নগর এলাকার একটি বাসা থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাইফুল ইসলাম। সাইফুলের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক এসকান্দার আলী সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এসকান্দার বলেন, শনিবার রাতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি পূর্ব সাঈদনগরের একটি তিনতলা ভবনে যান। ওই ভবনের দোতলার একটি ঘরের খাটের তলা থেকে প্রায় গলে যাওয়া মৃতদেহটি উদ্ধার করেন। রোববার ভোরে মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেখানেই তাঁকে তাঁর স্ত্রী শনাক্ত করেন। পরে তিনিই বাদী হয়ে ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাইফুল ২৩ জুন থেকে নিখোঁজ ছিলেন। দুদিন পর পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মামলাটির তদন্ত করছেন ভাটারা থানার উপপরিদর্শক মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, সাইফুলের মৃতদেহ যে ভবন থেকে উদ্ধার করা হয়, সেটির মালিক সৌদিপ্রবাসী আনোয়ার হোসেন। লাশটি উদ্ধার হয় ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাট থেকে। অল্প কিছুদিন আগে থেকে ওই ফ্ল্যাটে এক দম্পতি ভাড়া ছিলেন। সাইফুলের মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখন তাঁদের কাউকে পাওয়া যায়নি। তাঁদের ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে।

সাইফুলের পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি। পরিবারকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, সাইফুল একসময় শেয়ার ব্যবসা করতেন। সেখানে ক্ষতির মুখে পড়লে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার কম্পপুর গ্রামে। ঢাকায় সপরিবারের হাজারীবাগে থাকতেন। হত্যাকারীরা তাঁর পূর্ব পরিচিত হয়ে থাকতে পারেন। তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।