হাজারীবাগে নেশা করতে বাধা দেওয়ায় বাড়িঘরে হামলা

মন্দির এলাকায় নেশা করতে বাধা দেওয়ায় রাজধানীর হাজারীবাগের সেকশন এলাকার স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন এলাকাবাসী।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, নেশা করতে বাধা দেওয়ায় স্থানীয় কয়েকজন বখাটে যুবক মন্দিরের আশপাশের কয়েকটি বাড়িতে হামলা করেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে থানায় এই খবর আসে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা খায়রুল জানিয়েছেন।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দা সুব্রত রাজবংশী প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে স্থানীয় কয়েকজন যুবক স্থানীয় দুর্গামন্দিরের পেছনে নেশা করতে এলে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা বাড়িঘরে হামলা করে। এ ঘটনার পর হাজারীবাগ থানায় মামলা করা হয়। এরপর রাতে আবারও হামলা করে তারা।