হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চলবে: এলজিআরডি মন্ত্রী

সব সিটি করপোরেশনের জন্য ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামসহ অন্যরা। ঢাকা, ৩০ সেপ্টেম্বর
ছবি: পিআইডি

রাজধানীর হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালুর একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।

সব সিটি করপোরেশনের জন্য ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয়  সরকার বিভাগের মন্ত্রী। গতকাল বুধবার রাজধানীর গুলশান-২-এ বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এলজিআরডি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালু এবং দুই পাশে সাধারণ মানুষের চলাচল করার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের সকল নগরীকে নোংরা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে যে অপবাদ দেওয়া হয়, তা খুব শিগগিরই দূর করা হবে।

মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর ঢাকাকে মশামুক্ত রাখতে সক্ষম হয়েছি। এ নগরীকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে অপবাদ দেওয়া হয়। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে এ অপবাদ থেকেও আমরা মুক্তি পাব।’

দেশের মানুষ উন্নয়ন চায়। কিন্তু সে উন্নয়ন করতে গিয়ে যাতে জনজীবন অতিষ্ঠ না হয়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

ঢাকার দুই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সব প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, সিটি করপোরেশনগুলোকে সরবরাহ করা ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাকগুলো শহরের অলি-গলিতে প্রবেশ করতে পারবে।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সরকার বিভাগ, ঢাকা দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।