হাতে তৈরি কারুপণ্যের মেলা

রাজধানীর গুলশানের গার্ডেনিয়া গ্র্যান্ড হলে চলছে ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। চার দিনব্যাপী এই মেলায় রয়েছে ৪৫টি স্টল। স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত ও কারুপণ্য। পণ্যগুলোর মধ্যে রয়েছে নকশিকাঁথা, বেনারসি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, রাজশাহী সিল্ক, খাদি, শতরঞ্জি, পটচিত্র, পাটজাত পণ্য, রিকশাচিত্র, লুঙ্গি, গামছা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি কাপড়, বাঁশ ও বেতের তৈরি পণ্য। ছবিগুলো বৃহস্পতিবারের।
শতরঞ্জি পছন্দ করছেন বিদেশিরা
শতরঞ্জি পছন্দ করছেন বিদেশিরা
বাঁশের তৈরি নানা পণ্য প্রদর্শিত হচ্ছে
বাঁশের তৈরি নানা পণ্য প্রদর্শিত হচ্ছে
উৎসবে রয়েছে খাদি কাপড়ের নানা পণ্য
উৎসবে রয়েছে খাদি কাপড়ের নানা পণ্য
রিকশাচিত্রনির্ভর নানা পণ্য
রিকশাচিত্রনির্ভর নানা পণ্য
জামদানি শাড়ি দেখছেন একজন
জামদানি শাড়ি দেখছেন একজন
ঐতিহ্যবাহী নৌকার মডেল তৈরি করছেন একজন
ঐতিহ্যবাহী নৌকার মডেল তৈরি করছেন একজন
তাঁতে কাপড় বুনছেন এক কারিগর
তাঁতে কাপড় বুনছেন এক কারিগর