হাসপাতালে গিয়ে লাশ দেখতে পান মামা

আবরার ফাহাদ
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আজ রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন তাঁর মামা। এর মধ্য দিয়ে মামলার ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। কাল সোমবার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

আবরারের মামা আবদুল কাদের আদালতে বলেন, গত বছরের ৭ অক্টোবর রাতে আবরারের মৃত্যুসংবাদ শুনে হতভম্ব হয়ে পড়েন তিনি। পরে তিনি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আবরারের লাশ দেখতে পান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন আবু আবদুল্লাহ ভূঁইয়া, আবদুস সোবহান তরফদার, প্রশান্ত কুমার কর্মকার, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম ও মশিউর রহমান। আর আসামিপক্ষে আছেন আইনজীবী আমিনুল গণী, আজিজুর রহমান ও ফারুক আহমেদ।

গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২১ জানুয়ারি অভিযোগপত্র আমলে নেন আদালত। আসামিদের মধ্যে তিনজন পলাতক। গত ২ সেপ্টেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।