হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

সাদ মোহাম্মদ কামরান

পল্টনের কালভার্ট রোড এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাদ মোহাম্মদ কামরান (৩০)। তিনি রাজধানীর একটি খ্যাতনামা ইংরেজি মাধ্যম স্কুলের অর্থনীতির শিক্ষক ছিলেন। ২০১১ সালেও তিনি একবার গ্রেপ্তার হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাসের পর সাদ কানাডায় লেখাপড়া করেছেন।

সাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাদকে পাঁচ দিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি পুলিশি জেরায় খুব একটা সহযোগিতা করেননি। তাঁরা সাদের কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা করছেন।

সাদকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন, একটি মেমোরি কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক, মাইক্রো এসডি কার্ড, আবদুল কাদিম জাল্লুম রচিত খিলাফতসংক্রান্ত বইসহ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।

কাউন্টার টেররিজম সূত্র জানায়, অনলাইনে হিযবুত তাহরীরের একটি সম্মেলন আয়োজনের প্রধান সংগঠক ছিলেন সাদ। সম্মেলনের শিরোনাম ছিল ‘পুঁজিবাদী ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি ও লকডাউনের ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি, নেতৃত্বশীল অর্থনীতি প্রতিষ্ঠায় খিলাফত রাষ্ট্রের নীতিসমূহ।’ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে সাদ একটি গোপন সেল প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠার জন্য হিযবুত তাহরীর পক্ষে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য ও অনলাইন সম্মেলনের লিংক প্রচার করা।