হেফাজতের কেন্দ্রীয় নেতা রিমান্ডে

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি শরিফউল্লাহকে আজ বুধবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল তাঁকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মুফতি শরিফউল্লাহকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে। ২০১৩ সালে ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।