বিএনপির আন্তর্জাতিক সম্পাদক অসীমসহ ৪৩৫ নেতা-কর্মীর আগাম জামিন

হাইকোর্ট
ফাইল ছবি

ধানমন্ডিতে পুলিশের কর্তব্যে বাধা ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বরিশালে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গৌরনদীতে হামলা ও ভাঙচুরের অভিযোগে অপর মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

পৃথক মামলায় আগাম জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

পৃথক মামলায় আগাম জামিনের জন্য আজ নাসির উদ্দিন আহমেদ অসীম, ইশরাক হোসেনসহ নেতা-কর্মীরা আদালতে হাজির হন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী মো. রুহুল কুদ্দুস, গাজী কামরুল ইসলাম, কে আর খান পাঠানসহ কয়েকজন শুনানিতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

পরে আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে দেশের আটটি জেলায় করা পৃথক মামলায় ৪৩৫ নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। তাঁদের মধ্যে নাসির উদ্দিন আহমেদ অসীমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সরোয়ার, ইশরাক হোসেনসহ ৪৩৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

আইনজীবীদের তথ্য অনুসারে, নাসির উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে ২৯ নভেম্বর ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ। আর বরিশালের গৌরনদীতে হামলা ও ভাঙচুরের অভিযোগে ইশরাক হোসেনসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ নভেম্বর মামলা করেন যুবলীগ নেতা মো. রাসেল রাঢ়ি।