তেল নিয়ে বের হওয়ার মুখে স্কুটিকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই আরোহীর
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর হাক্কানী পেট্রলপাম্পের সামনে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ দুই স্কুটি আরোহী নিহত হয়েছেন। দুটি গাড়িই পেট্রলপাম্প থেকে তেল নিয়ে বের হয়ে আসে। পেট্রলপাম্প থেকে বের হয়ে মূল সড়ক দিয়ে যাওয়ার সময় স্কুটিকে পাশ থেকে ধাক্কা দেয় ট্রাকটি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটায় সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মো. মেহেদী হাছান (৩৪) ও শারমিন আক্তার (২২)। মেহেদী হাছান স্কুটি চালাচ্ছিলেন। শারমিন আক্তার যাত্রী ছিলেন। নিহত শারমিন আক্তার চট্টগ্রাম আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আর মেহেদী হাছানের পেশাগত পরিচয় পাওয়া যায়নি। দুজনের বাসা চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকায়।
সড়কে ট্রাকের ধাক্কায় দুজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) নুরুল আলম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. মহিউদ্দিন বলেন, স্কুটি ও ট্রাক—দুটিই পেট্রলপাম্প থেকে তেল নিয়ে বের হয়। কিন্তু মূল সড়কে যাওয়ার সময় স্কুটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। ট্রাকের ধাক্কায় শারমিন আক্তার ট্রাকের নিচে এবং মেহেদী রাস্তায় ছিটকে পড়েন। তিনিসহ স্থানীয় লোকজন দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কাউকে বাঁচানো সম্ভব হয়নি।