চীনে উন্নত চিকিৎসার সুযোগ, বাধা খাদ্য-ভাষা
বাংলাদেশিদের জন্য চীনে উন্নত চিকিৎসার সুযোগ আছে। তবে চীনে ভাষা ও খাবারের সমস্যায় বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েন। অবশ্য দেশটির হাসপাতালগুলো এ সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি রোগীদের কথা মাথায় রেখে খাবারের রেস্তোরাঁ ও দোভাষী সেবা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে তারা। ইতিমধ্যে কিছু ব্যবস্থাও করা হয়েছে।