তলেতলে আপস হলে জনগণের ভোট লাগবে না: প্রশ্ন বিএনপি নেতা শাহাদাতের

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন
সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের কাছে জনগণ কিছুই নয়। তারা কতক্ষণ কলকাতার, কতক্ষণ দিল্লির, কতক্ষণ লন্ডন আবার কতক্ষণ আমেরিকার হাত ধরে ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণের ভোট তাদের প্রয়োজন নেই। তাই সদর্পে ঘোষণা দেয়, তলেতলে সব আপস হয়ে গেছে।

আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে দৈনিক আমাদের সময়-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘গতকাল আমরা শুনেছি, কীভাবে নাকি আপস হয়ে গেছে। আপসই যদি হয়ে থাকে, তবে তারা কী সব সময় কারও না কারও হাত ধরে ক্ষমতায় আসবে? জনগণের ভোট আর লাগবে না? জনগণ কী কিছুই নয়?’

শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান বলে, জনগণেই সব ক্ষমতার উৎস। কিন্তু জনগণের ওপর এই সরকারের বিশ্বাস নেই। কারণ, জনগণের মৌলিক অধিকার রক্ষায় সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। এ কারণে ২০২৪ সালের নির্বাচনে ভোট ডাকাতির পাঁয়তারা করছে। এ রকম একটি নীলনকশা নিয়ে তারা এগোচ্ছে।

শাহাদাত হোসেন আরও বলেন, সাংবাদিকদের ওপর আইসিটি অ্যাক্ট প্রয়োগ করে তাঁদের ওপর খড়্গ চালানো হচ্ছে। আইসিটি অ্যাক্ট এখন সাইবার অ্যাক্ট হয়েছে। আগের আইনের সব উপাদান কিন্তু রয়ে গেছে। শুধু খোলসটা পরিবর্তন হয়েছে।

শাহাদাত হোসেন আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবারের কুমিল্লা থেকে নোয়াখালী, ফেনী হয়ে বিএনপির রোডমার্চ চট্টগ্রামে এসে পৌঁছাবে। এরপর কাজীর দেউড়িতে সমাবেশ অনুষ্ঠিত হবে। রোডমার্চ কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার অদূরে সাভারের আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকায় আয়োজিত এক ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তলেতলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে।’