কিডনির রোগে আক্রান্ত নেছার উদ্দিনের প্রতি সহায়তার হাত বাড়ান 

মো. নেছার উদ্দিন

বরগুনার পাথরঘাটার বাসিন্দা মো. নেছার উদ্দিন (৪৬) কিডনির রোগে আক্রান্ত। খুলনার একটি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসা চলছে তাঁর।

প্রায় এক বছর আগে নেছার উদ্দিনের কিডনির অসুস্থতা ধরা পড়ে। এরই মধ্যে তাঁর দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

নেছার উদ্দিন একজন দিনমজুর। তাঁর যৎসামান্য আয়ে ছেলেমেয়েসহ চার সদস্যের সংসার চলছিল। কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানো ও তাঁর চিকিৎসার খরচ মেটানো দায় হয়ে পড়েছে। অল্প কিছু জমি যা ছিল, বিক্রি করে এত দিন চিকিৎসাখরচ জুগিয়েছেন। অনেক ধারদেনাও হয়েছে।

নেছার উদ্দিন বলেন, ডায়ালাইসিস করাতে প্রতি মাসে আটবার তাঁকে খুলনা যাতায়াত করতে হয়। এতে খরচ হয় বেশ কিছু টাকা। তাঁর পক্ষে চিকিৎসার খরচ জোগানো আর সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে নিজের চিকিৎসায় সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি। 

সহায়তা পাঠানো যাবে: মো. মাকসুদুর রহমান, হিসাব নম্বর ২০৭.২০০.৩৩৭৮৭, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা অথবা বিকাশ/রকেট: ০১৭১৯৫৯৪০৮০। বিজ্ঞপ্তি