ড. ইউনূসের পক্ষে খোলাচিঠি অযাচিত ও অনভিপ্রেত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল

ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিদেশিদের খোলাচিঠিকে অযাচিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

রোববার নীল দলের আহ্বায়ক সীতেশ চন্দ্র বাছার এবং যুগ্ম আহ্বায়ক মো. আমজাদ আলী ও মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ৮৬৬ শিক্ষকের নাম ও পরিচয় লেখা আছে।

বিবৃতিতে বলা হয়, ‘অধ্যাপক ইউনূসের স্বার্থ রক্ষার্থে দেওয়া বিবৃতিটিতে বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের ওপর আক্রমণ চলছে বলে যে দাবি করা হয়েছে, তা অমূলক ও ভিত্তিহীন।’

বিবৃতিতে বাংলাদেশের বিচারব্যবস্থা এবং সার্বভৌমত্বের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে গভীর উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে আইন যে তার স্বনিয়মে পরিচালিত হয়, সেই স্বাভাবিক বিষয়টিকে বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হলে নিশ্চিতভাবে ড. ইউনূসের বিরুদ্ধে করা দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলো থেকে তিনি খালাস পাবেন বলে বিবৃতিদাতারা যে দাবি করেছেন, এর মধ্য দিয়ে চলমান বিচারিক কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হবে এবং ন্যায়বিচারকে ব্যাহত করবে। প্রচলিত রাষ্ট্রীয় আইন ও বিচারিক নীতিমালাকে লঙ্ঘন করে একজন ব্যক্তির স্বার্থ রক্ষার এ ধরনের চেষ্টা নজিরবিহীন ও পক্ষপাতমূলক।

বিবৃতিতে বলা হয়, ‘ড. ইউনূসের পক্ষে বিবৃতিদাতা সম্মানিত ব্যক্তিবর্গ বাংলাদেশের আইনকানুন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আইনগত ও সাংবিধানিক বিধিবিধান অনুধাবন করবেন। অযাচিত ও অনভিপ্রেত বিবৃতি দিয়ে স্বাধীন–সার্বভৌম বাংলাদেশের বিচারিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে শিক্ষক সমাজ সবাইকে আহ্বান জানাচ্ছে।’