অ্যাডভান্সড কোভিড-১৯ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কোর্স চালু

করোনা চিকিৎসায় অনলাইনভিত্তিক অ্যাডভান্সড কোভিড-১৯ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কোর্স চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর
ফাইল ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তার গতিপথ বারবার পরিবর্তন হচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাসসহ নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো করোনার সঙ্গে আর কত দিন বসবাস করতে হবে, তা কেউ জানে না। তাই করোনা চিকিৎসায় ‘স্ট্যান্ডার্ড প্রটোকল’ বা মানসম্পন্ন বিধি থাকা জরুরি।

এ ধরনের বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য অনলাইনভিত্তিক অ্যাডভান্সড কোভিড-১৯ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কোর্স চালু করেছে। জেলা, উপজেলা পর্যায়সহ বিভিন্ন স্তরের হাসপাতালের চিকিৎসকেরা এ কোর্সে অংশ নিতে পারবেন।

সোমবার এক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কোর্সের উদ্বোধন করেন। স্বাস্থ্যমন্ত্রী সময়োপযোগী এ কোর্স চালু করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের চিকিৎসা করে জীবন বাঁচাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার ও মানবিক গবেষণাকেন্দ্রের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর কোর্সটি চালু করেছে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি, অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল ও প্রজেক্ট হোপ এতে সহযোগিতা করছে।

ওয়েবিনারে কোর্সের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশি- মার্কিন গবেষক ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিকিৎসক রুহুল আবিদ। তিনি জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে এ কোর্স পরিচালনা করা হচ্ছে।

কোভিড চিকিৎসায় সর্বোত্তম প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল জ্ঞান পেতে সহায়তা করবে এটি। জাতীয় গাইডলাইনের নবম সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সটি প্রণয়ন করা হয়েছে। তিন ঘণ্টাব্যাপী কোর্সটিতে অডিও ও ভিডিওর মাধ্যমে চিকিৎসকেরা চিকিৎসার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন। কোর্স শেষ করার পর তাঁরা একটি সনদ পাবেন।

ওয়েবিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, শিশু বিশেষজ্ঞ মোহাম্মদ শহিদুল্লা, সেভ দ্য চিলড্রেনের দেশীয় পরিচালক অনো ভ্যান মানেন, ইউএসএআইডির পরিচালক (ওপিএইচএনই) এক্সেরেস সিডহোয়া প্রমুখ।