করোনার টিকা নিয়েছেন ১০ হাজার বিদেশগামী শিক্ষার্থী

করোনার টিকা
ফাইল ছবি

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে আজ বুধবার দুপুর পর্যন্ত ২২ হাজার ২১৭ জন করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে করোনার টিকা নিয়েছেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের এক কর্মকর্তা সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, করোনার টিকার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে। এ সময়ে বাকি শিক্ষার্থীরা নিবন্ধনের জন্য সুযোগ পাবেন।

ওই কর্মকর্তা জানান, আজ বুধবার দুপুর পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধিত ২২ হাজার ২১৭ বিদেশগামী শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৬৪৯ জনের তালিকা আইসিটি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্যে ১ হাজার ২১১ জনের আবেদন অসম্পূর্ণ থাকায় তাঁদের পুনরায় সঠিকভাবে আবেদন পূরণ করে পাঠাতে বলা হয়েছে।