করোনায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মনজু নাজনীনের মৃত্যু
করোনা সংক্রমিত হয়ে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মনজু নাজনীন (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মনজুর বড় বোন হোসনে আরা জামান প্রথম আলোকে জানান, গত সোমবার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে মনজুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মনজুর বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানকার মসজিদ প্রাঙ্গণে রোববার বাদ আসর তাঁর জানাজা হয়। তাঁর মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে মুসলিম কবরস্থানে মায়ের কবরের পাশে মনজুকে দাফন করা হবে।
পরিবারের তথ্যমতে, ১৯৬২ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া মনজু শিক্ষাজীবন শেষে আইন পেশা শুরু করেন। তিনি ১৯৯১ সালের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৭ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
বর্তমান সরকারের দুই মেয়াদে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মনজু নাজনীন। আইনজীবী মনজু নাজনীন স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।