করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৬
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২০৬ জন আক্রান্ত হয়েছেন। তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে ।
দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২০৬ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল, নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৮। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫৬ জন সুস্থ হয়েছেন।
আজ যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। তাঁদের মধ্যে ১ জন ঢাকা ও ২ জন চট্টগ্রাম বিভাগের। বাকি ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।
এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু—উভয়ই কমতে শুরু করে।