default-image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ শতাংশ।

আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৪৫ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫০ হাজার ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৪২ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শহরের চারজন, উপজেলার একজন। তাঁরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ১১৩ জন। বিভিন্ন উপজেলার ২৯ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। নতুন করে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৫ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

বিজ্ঞাপন
করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন