চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৪ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৫ জনের। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশের বেশি।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা–সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। হঠাৎ শনাক্তের হার বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, কিছু উপজেলায় শনাক্ত বেশি হচ্ছে। এ কারণে আজ হার বেড়ে গেছে। আরও দু–এক দিন এসব এলাকার শনাক্তের হার কেমন হয়, তা দেখতে হবে।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৫ হাজার ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনায় মারা গেছেন মোট ৬৪৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯১৫ করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৩১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯২ জন।

আগের দিন রোববার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ৯ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।