চট্টগ্রামে নতুন করে ৭৪২ জন আক্রান্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চারজন মারা গেছেন। এই সময়ের ব্যবধানে ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮১ হাজার ৯৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৬২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৪৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৯৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের ও অপর একজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৯২৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ৯ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।