বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৬৯ জনের, মৃত্যু ৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত দুই মাসের মধ্যে করোনা শনাক্তের হার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও সর্বনিম্ন। বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৫। এই সময়ে করোনায় মারা গেছেন একজন এবং করোনার উপসর্গে মৃত্যু হয়েছে তিনজনের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আজ সোমবার এ তথ্য জানায়।

এর আগের ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনায় ছয়জন ও করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১৮৭ জনের। শনাক্ত হার ছিল ১৮ দশমিক ১৭।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া একজন ভোলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৬৩১। বিভাগে মৃত্যু হার ১ দশমিক ৪৭ হলেও বরগুনায় ২ দশমিক ৪৪।

উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৩২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ১০৮ জনের। এর বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ২৫। এর মধ্যে বরিশালে শনাক্ত হয়েছে ৬৬ জন, পটুয়াখালীতে ৩০ জন, ভোলায় ৪০ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ১৩ জন এবং ঝালকাঠিতে ৮ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১৫ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কম। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী সংক্রমণের হার দুই সপ্তাহ ৫ শতাংশের মধ্যে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা হয়। করোনার সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।