বাসাবোতে এক নারীর অমিক্রন শনাক্ত
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও এক ব্যক্তি সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে চারজন অমিক্রন ধরনে আক্রান্ত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তি একজন নারী। তাঁর বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। তিনি এখন ঢাকায় আছেন।
আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ ও এ-সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। তবে নতুন সংক্রমিত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল সোমবার ঢাকার আরেক ব্যক্তি অমিক্রনে সংক্রমিত বলে জানা যায়। তাঁর বয়স ৫৬ বছর। এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের অমিক্রন শনাক্ত হয়। তাঁরা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
নারী ক্রিকেট দলটি জিম্বাবুয়ে থেকে ১ ডিসেম্বর দেশে ফেরে। ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আর ১১ ডিসেম্বর জানা যায়, তাঁরা অমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। এরপর ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি অবশ্য অমিক্রনে নয়, ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জিআইএসএআইডির তথ্য বলছে, ভারতে এ পর্যন্ত ১ হাজার ৫৭০ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। আর পাকিস্তানে ছয় ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়েছেন।