বেসরকারি পর্যায়ে কমল করোনার পরীক্ষার ফি

ধরন যা-ই হোক, করোনা মোকাবিলার সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্তবোধ হলে নমুনা পরীক্ষা করা
ফাইল ছবি

বেসরকারি পর্যায়ে দেশে কোভিড–১৯ রোগের পরীক্ষার ফি কমানো হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যেকোনো ল্যাব থেকে পরীক্ষা করলে তিন হাজার টাকা লাগত। এখন তা কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩ হাজার ৫০০ টাকা, তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আর বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে এখন লাগবে ৩ হাজার ৭০০ টাকা।

সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।

নাসিমা সুলতানা বলেছেন, ঈদ সামনে রেখে লোকজন এখন স্বাস্থ্যবিধি না মেনেই বাড়ি ছুটছে। তাই বাড়ি থেকে ফেরার পর করোনার কোনো উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক লোকজনকে বেশি বেশি করে পরীক্ষা করাতে বলেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রোগের পরীক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।