ময়মনসিংহ বিভাগে ৬৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ শনিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গতকাল শুক্রবার সকাল ৮টা আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৫। এর আগের দিন বিভাগে ৭২৩ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২৭। ওই দিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ১৮ দশমিক ৪০। নেত্রকোনায় ৬৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১ দশমিক ১১। জামালপুরে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১ দশমিক ১১। শেরপুরে ৫২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ৩ দশমিক ৮৪।

বিভাগে এখন পর্যন্ত ৪২ হাজার ৯৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৮ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ২৪ জন ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।