ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। আজ সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ২ জন ও জামালপুরের ১ জন আছেন। এ নিয়ে চলতি মাসে এই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের গৌরীপুরের নূর হোসেন (৫৫) ও সাত্তার খান (৫৫); গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫); নেত্রকোনার দুর্গাপুরের জয়নব বানু (৭০) এবং জামালপুরের ইসলামপুরের করিমন (৫২)।

মহিউদ্দিন খান বলেন, আজ সকাল পর্যন্ত করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জনসহ ১৭৫ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন ১২ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৯। এখন পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৯১ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ২৭০ জনের মৃত্যু হয়েছে।