ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনায় সংক্রমিত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন ৩ জনসহ চলতি মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৩০ জনের মৃত্যু হলো। এর আগে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত জুলাই মাসে ৪৮২ ও আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।

মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে আজ সকাল পর্যন্ত নতুন ১৫ জন ভর্তিসহ মোট ১২৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাত রোগী। গতকাল মঙ্গলবার ৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওই দিন হাসপাতালের ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৫৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৫। এখন পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৬ জন।