সাতক্ষীরার করোনা হাসপাতালে ৫ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৩৭৬ জনের মৃত্যু হলো। এদিকে গত ১ দিনে জেলায় ১১৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় আজ শনাক্তের হার ২৬ দশমিক শূন্য ৩ শতাংশ। এখন পর্যন্ত জেলায় ৩ হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে জেলায় ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭৬ জন মারা গেছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, বর্তমানে পুরো জেলায় ৯৩৭ করোনা রোগী রয়েছেন। এর মধ্যে ৩৬ জন সাতক্ষীরার বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। অন্য ৯০১ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে ২৭৭ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ব্যক্তিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লোকবলসংকটে এত রোগীর চিকিৎসা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, ৫ জুলাই থেকে সাতক্ষীরা জেলায় টানা ৩২ দিন লকডাউন চলছে। কিন্তু করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ হচ্ছে না। সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮৪৩ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৯ জন।