করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ২৪৩
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসের সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। আগের দিন করোনায় ২ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ৩০০ জনের।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮২। আগের দিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি সিলেট বিভাগের বাসিন্দা।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।