করোনা শনাক্ত ১৫ জনের

করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল করোনায় একজন মারা যান। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ৯ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৮।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৯ জন ঢাকার, ৪ জন রাজশাহীর ও ২ জন সিলেটের বাসিন্দা।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৮১৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।