করোনায় আবার একজনের মৃত্যু

করোনাভাইরাস
ছবি: রয়টার্স

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবার একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল সোমবার করোনায় দুজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে দেশে ৬৬ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল গত শুক্রবার।

গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৩। আগের দিন এ হার ছিল ৫ দশমিক ৮৩।

গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি খুলনার বাসিন্দা। তাঁর মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় যে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ১৮৪ জন রাজধানীর বাসিন্দা।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দেশে কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার বাড়ছে। গত ২২ থেকে ২৮ মে এক সপ্তাহে করোনা শনাক্তের হার এর আগের সপ্তাহের তুলনায় ১৩৩ শতাংশ বাড়ে। এ সপ্তাহে ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়। সর্বশেষ ২৯ মে থেকে ৪ জুন এই এক সপ্তাহে করোনা শনাক্তের হার বেড়েছে ৯৩ দশমিক ৬ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬৮।