করোনায় মৃত্যু একজনের, কমল শনাক্তের হার

করোনাভাইরাস
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। আগের দিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ২৯৬ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৩। গতকাল এ হার ছিল ৪ দশমিক ৯৯।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৭ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩০৮ জন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে।