প্রথম-দ্বিতীয় ডোজ টিকার বিশেষ কর্মসূচি আরও তিন দিন

দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ টিকাদান কর্মসূচির সময় তিন দিন বাড়ানো হয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচি চলবে।

আজ সোমবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির।

আহমেদুল কবির বলেন, বিশেষ এ টিকাদান কর্মসূচি আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচির সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আরও তিন দিন কর্মসূচি চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, যাঁরা প্রথম ও দ্বিতীয় ডোজ নেননি, তাঁরা ৪, ৬, ৮ অক্টোবর পর্যন্ত টিকা নিতে পারবেন।

দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে। এমন প্রেক্ষাপটে করোনার টিকাদানে সারা দেশে বিশেষ কর্মসূচি হাতে নেয় সরকার। গত ২৮ সেপ্টেম্বর এ কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন