করোনায় একজনের মৃত্যু, কমল শনাক্তের সংখ্যাও

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। আগের দিনও করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৬৫ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮৬। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ৩৮।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৯২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে একজন মারা গেছেন তিনি বরিশাল বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।