২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সাতজনই ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি। এর আগের দিন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩২। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের এ হার ছিল শূন্য দশমিক ৫০।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৩৯৬ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।