টানা ১৫ দিন করোনায় মৃত্যু নেই

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে টানা ১৫ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্তের হারও ১ শতাংশের নিচে থেকেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হার এখন নিম্নগামী।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগের দিন ৯ জনের করোনা শনাক্ত হয়েছিল, সেদিনও কেউ মারা যাননি।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৭। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল শূন্য দশমিক ৪৭।

সর্বশেষ করোনায় আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৫ জনই ঢাকা জেলার। বাকি একজন যশোর জেলার।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন আজ প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণের নিম্নহার দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে সংক্রমণের হার কমলেও মৃত্যু বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশের চিত্র ভিন্ন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন করোনাভাইরাসের অমিক্রন ধরন এবং এর উপধরনগুলো সংক্রমণ ছড়াচ্ছে।

ডা. মুশতাক বলেন, সবখানেই দেখা যাচ্ছে অমিক্রনে মৃত্যুর হার কম।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৪৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১৩ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৭৯২ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।