করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ২৫৩

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। আগের দিনও করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ২৭৮ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৬। আগের দিন এ হার ছিল ৫ দশমিক ১৪। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ময়মনসিংহ ও আরেকজন রাজশাহী বিভাগের।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩০২ জন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে।