এক সপ্তাহ পর করোনায় মৃত্যু, শনাক্ত ৩৫

করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের। টানা এক সপ্তাহ পর করোনায় আক্রান্ত একজন মারা গেলেন। এর আগে গত রোববার করোনায় একজন মারা যান।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৫। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ২০।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় এক নারী মারা গেছেন। তিনি চট্টগ্রামের বাসিন্দা। প্রায় দুই মাস পর চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হলো।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৭ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।