করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫

করোনায় স্বজনহারা হয়েছেন বহু মানুষ
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাস সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৯৫ জনের। আগের দিন করোনায় চারজনের মৃত্যু হয়। ওই দিন করোনা শনাক্ত হয়েছিল ৩৪৬ জনের।

আজ শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৭৮। আগের দিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৫।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৯৫ জন।

কিছু দিন ধরে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে। সেসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।