এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৮৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সর্বশেষ ৩৯৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৩ হাজার ৩৯৪ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৮ জনই ঢাকার বাসিন্দা। দুজন কিশোরগঞ্জের।
চলতি বছরের জানুয়ারিতে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। এরপর গত জানুয়ারি মাস করোনা শনাক্তে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন। কিন্তু সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে এসে শনাক্তের সংখ্যা আরও কমে গেছে। গত মাসে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বনিম্ন করোনা শনাক্ত।