করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। আগের দিন করোনা শনাক্ত হয় ২১৪ জনের, মৃত্যু হয়েছিল ১ জনের।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশ। আগের দিন এ হার ছিল ৫ দশমিক ৬৮।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৩২৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে। জুন থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।