করোনায় মৃত্যু ৩ জনের, শনাক্ত ৩৪৯

করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৫৫ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬৪। আগের দিন এ হার ছিল ৫ দশমিক ৮৪।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৮৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন, তাঁদের মধ্যে দুজন চট্টগ্রামের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।