করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০৯

করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৯০ জনই ঢাকার বাসিন্দা।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫০৪ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৩ হাজার ৮৮১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭১৯ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৬৬ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।