২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত

করোনা শনাক্ত
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় কারও মৃত্যু হয়নি। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এ সময় ২৬ জনের করোনা শনাক্ত হয়।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬০। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৯৬।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৫ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।