২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

পরপর দুই সপ্তাহ করোনা শনাক্তের হার বেড়েছিল যথাক্রমে প্রায় ২৩ ও ৬ শতাংশ করে। তবে গত সপ্তাহে (৯ থেকে ১৫ জানুয়ারি) করোনা শনাক্তের হার ১৯ শতাংশ কমেছে। আর দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। আগের দিনও ৯ জনের করোনা শনাক্ত হয়। সেদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪২। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৩৮।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

চলতি মাসে এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার সব সময় ১ শতাংশের নিচে থেকেছে। এ পরিস্থিতিকে ‘বিচ্ছিন্ন সংক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি আজ প্রথম আলোকে বলেন, শনাক্তের হার ১ শতাংশের নিচে। এটা একটা স্বস্তির দিক। তবে করোনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। বিশেষ করে হাসপাতালগুলোয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।