করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ১৭৮
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। টানা তিন দিন পর এ মৃত্যুর ঘটনা ঘটল। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। আগের দিন ১৭৩ জনের করোনা শনাক্ত হয়।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১৫। আগের দিন এ হার ছিল ৩ দশমিক ৭৬।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।