করোনায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১

করোনায় মৃত্যুফাইল ছবি: প্রথম আলো

দেশে করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। তাঁরা সবাই ঢাকার। এর আগে গত বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত করোনা সন্দেহে ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য ২।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৭৯ জন মারা গেছেন।

করোনার অমিক্রন ধরনের একটি উপধরন বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে। এর নাম দেওয়া হয়েছে জেএন.১। দ্রুত ছড়ানোর কারণে এটিকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে হাসপাতাল কিংবা চিকিৎসাকেন্দ্র গেলে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর গত মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।