আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান মারা গেছেন

এম আবদুল হান্নান খান
ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এম আবদুল হান্নান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার বেলা পৌনে একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থা মারা যান আবদুল হান্নান খান। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক প্রথম আলোকে এ তথ্য জানান।

সানাউল হক বলেন, এম আবদুল হান্নান খানকে গত বৃহস্পতিবার ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। করোনা পরীক্ষায় তাঁর ‘পজিটিভ’ আসে। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা পৌনে একটার দিকে তিনি মারা যান।

২০১১ সালের ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় যুক্ত হন এম আবদুল হান্নান খান।

এম আবদুল হান্নান খানের জন্ম ১৯৪২ সালে।