আরও ২১ মৃত্যু, শনাক্ত ১৩৮৩

করোনাভাইরাস
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত  হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৩ জন।

আজ শুক্রবার সংবাদমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮ থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীসহ এখন পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন । আর একদিনে ২১ জনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯৩ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ।

২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ১ হাজার ৯৩২ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি নমুনা।