করোনায় আক্রান্ত মতিন খসরু আইসিইউতে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

এর আগে ১৫ মার্চ সাবেক এই আইনমন্ত্রীর করোনা পরীক্ষা হয়। পরদিন সকালে পাওয়া ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। সেদিন দুপুর ১২টার দিকে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।

মতিন খসরুর একান্ত সচিব মাহবুব হোসেন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পর্যবেক্ষণের জন্য রোববার রাতে স্যারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে স্যার ফোনে জানিয়েছেন তিনি ভালো আছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২১–২২) সভাপতি পদে নির্বাচিত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।