করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ১৫২৭

করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ৫২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনায় মৃত্যু ও শনাক্তের এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৫ হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনের।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী।

সংক্রমিত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত বুধবারও ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। আজও ১৫ জনের মৃত্যুর তথ্য জানানো হলো।

গত প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা এটি (১৫)। এর চেয়ে কম মৃত্যু ছিল ১৭ মে। ওই দিন ১৪ জন মারা যান।